স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ সংসদ সদস্যরাই আগামীতে নেতৃত্ব দিবেন। ভবিষ্যতের মানবিক ও বৈষম্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে তরুণ সংসদ সদস্যদের ভূমিকাই হবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক।
সংসদ ভবনে মঙ্গলবার জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের বিশেষ দূত জায়াথমা বিক্রমানায়েক স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারা তরুণ সংসদ সদস্যদের ভূমিকা, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ ও যুব উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
জাতিসংঘের বিশেষ দূত জায়াথমা বিক্রমানায়েক বলেন, জাতিসংঘ বাংলাদেশের তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। তরুণ পার্লামেন্টারিয়ানদের দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৮/এনায়েত/মাহবুব