নির্বাচনে না এসে সহিংসতার আশ্রয় নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২০১৪ সালের মতো সন্ত্রাস সহিংসতার আশ্রয় নিলে আমরা জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দিব। মন্ত্রী সকালে নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওযামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ,কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সহ অনেকে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ