বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের দিনে খালেদা জিয়ার জন্য কারাগারে স্বজনদের নেওয়া খাবার দিতে কারা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা অমানবিক অভিহিত করেছেন।
বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘ঈদের দিনে বাসার খাবার কারাগারে নিতে দেওয়া হয়নি। এটা নজিরবিহীন। সেজন্য দেশনেত্রী খালেদা জিয়া না খেয়েই ছিলেন বলে আমরা জানতে পেরেছি। গত ঈদেও খাবার নিয়ে যাওয়া হয়। এবার কেনো এমন হলো?
তিনি আরও বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া, তিনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দুইবার বিরোধী দলের নেতা ছিলেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন তার সঙ্গে যে আচরণটা আজকে করা হয়েছে এটা অমানবিক। অতীতে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
উল্লেখ্য, ঈদের দিন দুপুরে স্বজনরা কারাফটকে যান খালেদা জিয়ার ২০ স্বজন। তবে প্রায় ঘণ্টাখানেক পর অপেক্ষার পর ছয়জনকে দেখা করার অনুমতি দিলেও বাসা থেকে রান্না করা খাবার নিয়ে কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েও কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ফিরে যান বিএনপির শীর্ষ নেতারা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর