ঈদুল আজহার টানা পাঁচদিনের ছুটি শেষে আজ রবিবার খুলেছে ব্যাংক, বীমা ও অফিস-আদালত। ঈদের পর প্রথম কর্মদিবস শুরু হলেও রাজধানীর অফিস পাড়ায় বিরাজ করছে ঈদের আমেজ। নেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা।
গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ আগস্ট (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটির দিন। তাই টানা পাঁচদিন ছুটি পায় সরকারি চাকরিজীবীরা। এরপরও অফিস পাড়ায় কমকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম।
মতিঝিল ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে, প্রায় সব ব্যাংকেই অলস সময় কাটছে কর্মকর্তাদের। গ্রাহক ও কর্মকর্তাদেরও ঈদের কুশলবিনিময় করে সময় কাটাতে দেখা গেছে। একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন। গল্প গুজবে সময় পার করছেন।
সচিবালয়ে বেশিরভাগ অফিসেই তুলনামূলক কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকার বাইরের অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে দুই একদিন বেশি ছুটি নিয়েছেন। তারা এখনও ঢাকা এসে পৌঁছাননি।
কাউকে কাউকে দূর-দূরান্তের গ্রাম থেকে ফিরে কিছুটা দেরিতে অফিসে যোগ দিতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলেছেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে উপস্থিতি সাধারণত কম থাকে।
ঢাকার সরকারি অফিসগুলোর অনেক কক্ষে চেয়ার-টেবিল ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। যারা এসেছেন কাজে-কর্মে ছিল অনেকটাই ঢিলেঢালা ভাব। রাজধানীর বাহিরের চিত্রও একই রকম বলে জানা গেছে।
অন্যদিকে, রাজধানীর গণপরিবহনগুলোর যানজটবিহীন চলাচলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়ে মানুষজন ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৮/আরাফাত