আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠে না খেলে ছাড়ব না। আমরা পাকা খেলোয়াড়। খেলতে চাই। আগামী নির্বাচনে শেখ হাসিনা গোল করবে। গোলে কোন মিস হবে না। বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনে আসুন, নির্বাচনের কোন বিকল্প নেই। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম আরো বলেন, বিএনপির বন্ধুরা যদি বাংলাদেশের জনগণকে বিশ্বাস করতে না পারেন তাহলে ভুল করবেন। আমরা জনগণকে বিশ্বাস করি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘১৫ আগস্ট কালরাত্রি: জাতির দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জোট ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএলডিপির মহাসচিব মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খান, বিএনএ নেতা মো. মনোয়ার হোসেন, মনিরুজ্জামান স্বাধীন, মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, অধ্যাপক সরদার সেরাজুল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার