জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে আপত্তি তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, আরপিও সংশোধন করে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের বিধান প্রয়োগ করে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেয়ার জন্য নির্বাচন কমিশন চক্রান্ত করছে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনের আমির বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলই ইভিএমের বিপক্ষে মত দেয়। রাজনৈতিক দলগুলো না চাইলে নির্বাচনে এই পদ্ধতির প্রয়োগ হবে না বলে আশ্বস্ত করেন ইসি। এখন তারা চক্রান্ত করছে।
মুফতি রেজাউল করীম আরও বলেন, বিগত তিন সিটির নির্বাচনে ইভিএম প্রয়োগ করা কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপি হয়েছে। একটি বিশেষ মহলকে সুবিধা দিতে ইসি একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করতে চাইছে। তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলে জনগণ প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান