বিএনপির নেতাদের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার চাওয়াকে ইতিহাসের নৃশংস, বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী যুবলীগ আয়োজিত শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে মঙ্গলবার দুপুরে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
২১ আগস্টের খুনিদের পৃষ্ঠপোষকেরা এ হত্যাকাণ্ডের বিচার চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চান। এটাকে কী বলবেন আপনি? তিনি বলেন, ‘ধিক্কার জানাই এ রাজনীতিকে। এরা খুন করে খুনের বিচার চাইতে পারে, দুর্নীতি করে দুর্নীতির বিচার চাইতে পারে। দণ্ডিত হয়েও নিরপরাধ বলে নিজেদের জাহির করতে পারে।’
তিনি আরও বলেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলে চক্রান্তের চোরাগলি বাছাই করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে। তাই যুবলীগসহ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ-এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ড. আহম্মেদ আল কবির, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অ্যাডভােকট বেলাল হোসাইন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদাক মহিউদ্দিন আহম্মেদ মহি, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৮/মাহবুব