ইভিএম নিয়ে সরকারের নিজের ঘরে আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় মহা ঐক্য ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের একজন সদস্য সরাসরি বলেছেন এই পদ্ধতি দেয়া যাবে না। কিন্তু সরকার তা উপেক্ষা করে ৪ হাজার কোটি টাকা ব্যয় করে ইভিএম ব্যবহারে জোর দিচ্ছে।
মাহমুদুর রহমান মান্না আরো বলেন, সরকার ইভিএমে এত জোর দিচ্ছে কেন জানেন? কারণ তারা জানে ইভিএম হ্যাক করা যায়। সব মানুষকে ফাঁকি দিয়ে ১০০ আসন জয় নিশ্চিত করার কৌশল সরকার করে রেখেছে। শুধু সরকার নয়, সরকারের নির্বাচন কমিশনও জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।
অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল