রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২টার দিকে রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অন্য একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও ২৫ জন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন