আইন পাশ হলে র্যানডম ভিত্তিতে ইভিএম ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে দুইদিন ব্যাপী ইভিএম বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আজ সকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার যদি আইন পাশ করে দেয়, পরিবেশ-পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে জাতীয় সংসদ নির্বাচনে র্যানডম পদ্ধতিতে ইভিএম ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, আমরা যদি মনে করি ৩০০ আসনের মধ্যে ২৫টি আসনে ইভিএম ব্যবহার করবো। এক্ষেত্রে কারো পছন্দ-অপছন্দ থাকবে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ