বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল এবং কৃষি বিষয়ক সম্পাদক জানে অালম হাওলাদারকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার চূড়ান্তভাবে দল থেকে তাদের বহিষ্কার করা হয়।
এর অাগে গত ৯ সেপ্টেম্বর দুই জনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বিকল্পধারার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ এর ৫:২ গ ধারা শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/আরাফাত