শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রার্থনালয় রামকৃষ্ণ মঠ ও মিশন আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে ওই পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে সরকার প্রধানকে মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দসহ উপস্থিত ব্যক্তিরা স্বাগত জানান। একইসাথে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তারা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, এ দেশ জাতি-ধর্ম-বর্ণ সবার আত্মত্যাগের স্বাধীন দেশ। সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। সবাই এদেশে মাথা উচু করে চলবে।
প্রত্যকের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে পারে না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরও আগেই উন্নত দেশের কাতারে সামিল হত। সে লক্ষ্য পূরণ করতেই আমরা কাজ করে যাচ্ছি। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছিল সবাই, তা ধারণ করেই দেশ এগিয়ে যাচ্ছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম