জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নরসিংদীর শেখেরচরের সেই বাড়িতে অভিযান চালাচ্ছে সোয়াত টিম। অভিযান চলাকালে সেখানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সকাল ১০টা ১০ মিনিটে অভিযান শুরু করে সোয়াত।
এদিকে মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান শেষে সেখানে অভিযান শুরু হবে বলে জানা গেছে। দুটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন