নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অালম হানিফ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হানিফ বলেন, 'নির্বাচন কমিশন আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে। অাশা করছি তফসিল অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে সকল দল নির্বাচনে অংশ নেবেন।'
এছাড়া তফসিল ঘোষণায় জনগণ অানন্দিত বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম