বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে আট নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। আজ সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে বিএনপিতে ফেরা নেতারা হলেন-দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, দলের সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুল রহমান, রেড ক্রিসেন্ট এর সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল জামাল, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম সুলতান টিটু।
এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কারণে বহিষ্কার হওয়া ওই নেতাদের বহিষ্কারাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর অব্যাহতি প্রত্যাহার করা হয়।
এছাড়া স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি এস এ সুলতান টিটুকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম