রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকাল থেকে চলছে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী। ২০টি বুথের মাধ্যমে চলছে এই প্রদর্শনী মেলা। রেজিস্ট্রেশন করে এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন সবাই। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ইভিএমন প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করা হবে।
সকালে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, আমরা অত্যন্ত সীমিত আকারে শহর এলাকায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা করেছি। এখানে স্মার্ট কার্ডের বিষয়টিও জড়িত। এটা কিন্তু হঠাৎ করেই হয়নি। ১৯৯৫ সাল থেকে স্মার্ট কার্ড নিয়ে কাজ শুরু হয়। সবার মাঝে ইভিএম সম্পর্কে সচেতনতা এবং কারও কোন দ্বিধা থাকলে সেটি কাটিয়ে উঠতেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব:)।
বিডি প্রতিদিন/ফারজানা