বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে খুবই অসুস্থ। সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে বিএসএমইউতে স্থানাস্তরের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, অসুস্থ অবস্থায় তাকে কারাগারে স্থানাস্তর করা অমানবিক। আমরা তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৮/আরাফাত