নির্ধারিত সময় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি আর জমা হয়েছে প্রায় চার হাজার। আগামীকালকেও মনোনয়ন জমা নেওয়া হবে তবে আর বিক্রি হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার দলীয় মনোনয়ন বিক্রির শেষ দিনে এই জানান তিনি।
উল্লেখ্য, সাতদিন পিছিয়ে আজ পুনরায় তফসিল ঘোষণা করেন সিইসি। সিইসি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। আর ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।’
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৮/আরাফাত