আগামী ১৮ নভেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বৈঠকে নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় সিনিয়র নেতারা দলের আইনজীবীদের সাথে বেগম খালেদা জিয়ার মামলা নিয়েও পরামর্শ করেছেন। দলের চেয়ারপারসন যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন সেজন্য আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ