একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম সংগ্রহের মাধ্যমে সোমবার দলটির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। কিন্তু জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি থাকায় তার প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে মামলা দুটিতে তাকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করবে বিএনপি। সেইসঙ্গে তার জামিনও চাওয়া হবে বলে জানা গেছে।
জানা যায়, এসব বিষয় নিয়ে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন দলের সিনিয়র নেতারা। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া যেন অংশ নিতে পারেন সে লক্ষ্যে আপিল এবং জামিন চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম