আগামী সংসদ নির্বাচনে ৬টি আসনের প্রায় ৯০০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।
কমিশন সচিব, আগামী ২৮ নভেম্বর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আসনগুলো থেকে লটারির মাধ্যমে এই ৬টি আসন নির্ধারণ করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত