বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), উপজেলাসহ বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, এরই মাঝে প্রমাণ হয়ে গেছে এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা উপজেলা ও সিটি নির্বাচনে অংশ নিবো না।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধীনে নির্বাচনে মানেই প্রহসন। তাই আমরা উপ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিবো না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন