২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৭ হাজার ২২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির “বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৮” প্রকাশ উপলক্ষে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত প্রতিবেদনটি পড়ে শোনান।
এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া এবং সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছরে একই সময়ে রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হন এবং ২৪৮ জন আহত হন।
অপরদিকে নৌ-পথে ১৫৯টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত এবং ২৩৪ জন আহত হন এবং ৩৮৭ জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া আকাশ পথে ৫টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হন।
সড়ক, রেল, নৌ এবং আকাশপথে সম্মিলিতভাবে ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় ৭ হাজার ৭৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম