ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে অভিনন্দন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদেশের জনগণ তার অবদানকে চিরকাল মনে রাখবে।
যখন তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন তখন প্রণব মুখার্জিকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলেন ড. আব্দুল মোমেন। সেই সময় থেকে প্রণব মুখার্জিকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এসেছেন ড. মোমেন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৯/আরাফাত