চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন এবং খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। শনিবার সাংবাদিকদের তিনি এই কথা জানান।
রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। আশা করি, ৩০ জানুয়ারির মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।
জানা গেছে, ৮৮ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৯/আরাফাত