একাদশ জাতীয় সংসদের আরও ৫টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এনিয়ে মোট ৪৩টি সংসদীয় কমিটি গঠিত হলো।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার গঠিত হয় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি।
সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটিগুলো গঠনের প্রস্তাব করেন। কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ। সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সিমিন হোসেন রিমি। তিনি দশম সংসদেও এই কমিটির সভাপতি ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ফ ম রুহুল হক। তিনি দশম সংসদের এই কমিটির সভাপতি ছিলেন। ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন একেএম রহমতুল্লাহ। দশম সংসদে তিনি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন হাফেজ মোহাম্মদ রুহুল আমিন মাদানী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম