‘লিভার আয়ুশ হাজরও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেয়ারিং।
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠান যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী। এসময়ে তিনি বাংলা ভাষায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুরের ধারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ৮ম বারের আয়োজন করেছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ‘লিভার আয়ুশ হাজরও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’। এদিন প্রভাতের প্রথম থেকে অনুষ্ঠানটি শুরু হয়। নেতৃত্বে দেন রেজওয়ানা চৌধুরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন