বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রামের সাবেক ব্যুরো চিফ রিয়াজ হায়দারের কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বিতর্কের সৃষ্টি করেছে।
বিষয়টি বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের দায়িত্ব ছেড়েছেন রিয়াজ হায়দার। তিনি এখন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সংশ্লিষ্ট নন।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনিও পরিষ্কারভাবে বলেছেন, গত ১ বছর ধরে আমাদের সাথে তিনি নেই। রিয়াজ হায়দারের কোনো বক্তব্য একান্ত তার নিজস্ব। সুতরাং তার বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হলো।