‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোদ বরন জয়ধরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ