গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের (৩৭) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে রাত ৯টা ২ মিনিটে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নাঈমকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় জমায়। পরিবারের পক্ষ থেকে শুরুতে স্থানীয় নারীদের মরদেহ দেখার অনুমতি না থাকলেও পরে অনুরোধে তা শিথিল করা হয়। এ সময় নারী-পুরুষ সবাই কান্নায় ভেঙে পড়েন।
পরে রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাঈমকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় অংশ নেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ স্থানীয় হাজারো মানুষ। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালকের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি রাসায়নিক কারখানায় আগুন নেভাতে গিয়ে নাঈম দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর শনিবার সকাল ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল