ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, বিএনপি এখন আগের যে কোনো সময়ের চেয়ে একাতাবদ্ধ ও শক্তিশালী। বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। দেশের জনগণও ভোট উৎসবের জন্য এখন মুখিয়ে আছে। কিন্তু কোনো কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে আটকানো যাবে না। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।
শনিবার বিকালে যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চন্দনকোঠা খেলার মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অত্র এলাকার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে লিফলেট বিতরণ ও অত্র এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, তারেক রহমানের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জানাতে হবে এর সারমর্ম। তুলে ধরতে হবে এর ভবিষ্যৎ বাস্তবতা। পাশাপাশি সজাগ থাকতে হবে, কোনো গোষ্ঠী যেন কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে। কারণ, নির্বাচনে ব্যঘাত ঘটাতে কেউ কেউ নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। এসব বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ