বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার সকাল থেকে চলছে মনোনয়ন জমার কাজ, যা বিকেল পর্যন্ত চলবে।
এদিন পরিচালক পদের মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তবে সেই দুটি ফরম-ই জমা দিয়েছেন ফাহিম নিজে। এর আগে, গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন।
ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে একজন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।
ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। ‘সি’ ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও।
পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন। পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল বিভাগ থেকে জিততে যাচ্ছেন শাখাওয়াত হোসেন। এ ছাড়া খুলনাসহ আরও কয়েকটি বিভাগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত।
বিডি প্রতিদিন/এমআই