মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পাঁচ গোলের দুর্দান্ত ধারা থেমে গেল লিওনেল মেসির। রবিবার টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
এদিন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে গোলশূন্য থাকেন।
এর আগে, প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেড করে গোল করেন তাদেও আলেন্দে। এতে মায়ামি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল শোধ করে সমতায় ফেরে টরন্টো। গোলটি করেন জর্জি মিহাইলোভিচ।
জনসনের নায়কোচিত পারফরম্যান্স
শেষ মুহূর্তে দু’বার মেসিকে থামিয়ে দেন জনসন। তাঁর পারফরম্যান্সের কারণেই ম্যাচসেরা হন টরন্টোর এই গোলরক্ষক।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “আমরা জয়ের যোগ্য ছিলাম। আমাদের সবচেয়ে বেশি সুযোগ ছিল। হয়তো দ্বিতীয়ার্ধের ১০-১৫ মিনিট কিছুটা বিভ্রান্ত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত খেলা নিয়ন্ত্রণে ছিল। আমি মনে করি তাদের গোলরক্ষকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।”
২৪ ম্যাচে ২৩ গোল করে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ড্রয়ের ফলে ৫৬ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা সাত পয়েন্টে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে দুটি ম্যাচ।
বিডি প্রতিদিন/আশিক