২১ এপ্রিল, ২০১৯ ২১:৫৩

সৃজনশীল কাজের প্রতি জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

সৃজনশীল কাজের প্রতি জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

সৃজনশীল কাজের প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমান সময়ে ইনোভেশন (সৃজনশীলতা) খুব দরকার। প্রতিযোগিতায় শুধু টিকে থাকতে না, বরং দারুণ কিছু করতে হলে ইনোভেশন দরকার। কপি-পেস্টের মানসিকতা পরিহার করতে হবে আমাদের। 

আজ রবিবার বিপিও সামিট-২০১৯ এর প্রথমদিনে এক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি আরও বলেন, তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশ। আমাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে চাই। এরজন্য বিশ্বমানের শিক্ষাব্যবস্থা আমরা প্রণয়ন করতে হবে।  শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার বলেও মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শেখানোর পদ্ধতি অনেক বেশি বইনির্ভর। এটাকে আরও বাস্তব অভিজ্ঞতা নির্ভর করতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর