সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে যোগ দেয়ায় বিএনপিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদেরকে স্বাগত জানাচ্ছি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা সংসদে বিএনপিকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি দলীয় এমপিরা সংসদে উপস্থিত ছিলেন।
এসময় তিনি চাকরিতে বয়সসীমা অন্তত ৩২ করার আহ্বান জানান।
শেয়ারবাজার ও ব্যাংকিং খাত নিয়ে অসন্তোষ প্রকাশ করে রওশন এরশাদ বলেন, শেয়ারবাজারে তো শুরু থেকে ধস নেমে এসেছে। এখন আগের যুগের মতো মাটির ব্যাংকে টাকা রাখতে হবে বলে মনে করছি। ব্যাংক ও শেয়ারবাজার যেনো ভালোভাবে চলে সেদিকে নজর দিতে হবে। শেয়ারবাজারে ছোট ছোট বিনিয়োগকারিরা ব্যপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের আহবান জানান তিনি।
তিনি বলেন, সামনে রমজান মাস। এসময় কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। অন্য দেশে রমজান মাসের দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় আর আমাদের দেশে হয় উল্টোটা। প্রতিবছরই এটা হয়ে থাকে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিরোধী দলীয় নেতা পাটকল শ্রমিকদের সমস্যা সমাধান করার আহ্বান জানান।
জঙ্গিবাদ প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, জঙ্গিবাদ এখন সারাবিশ্বে একটি বড় সমস্যা। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় আমাদের দেশে সন্ত্রাসী হামলা হয়েছিল ১৯৭৫ সালে। তখন জাতির পিতাকে হামলা করে হত্যা করা হয়। তখন থেকে আমরা জঙ্গি হামলার সম্মুখিন হচ্ছি।
রওশন এরশাদ বলেন, সারাবিশ্বে সন্ত্রাসী ঘটনা ঘটেই চলেছে। এটা বন্ধ হচ্ছে না। সেই সঙ্গে নারী নির্যাতনের ঘটনাও ঘটছে। নুসরাতের ঘটনা দেখেছি। শিক্ষর্থীরা আজ শিক্ষকের দ্বারা লাঞ্চিত হচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার নেপথ্যে রয়েছে সমাজের চরম অবক্ষয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে এ নিয়ে সচেতনতা বাড়াতে হবে।স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এ ধরনের ঘটনার বিচার করা সম্ভব হলে নির্যাতনের ঘটনা কমবে বলে মনে করি।
এসময় রওশন এরশাদ বলেন, ফেসবুক যদি রাত ১২টার মধ্যে বন্ধ করে দেয়া হয় তাহলে অনেক সংসার বেঁচে যাবে। পাশাপাশি অনেক ছেলে-মেয়ের জীবন বাঁচবে। কারণ তারা সারারাত জেগে থাকে। ঘুমায় না। এতে পড়াশোনারও অনেক ক্ষতি হয়। ঢাকায় আমরা যে পানি খাচ্ছি তা ময়লাযুক্ত ও দুর্গন্ধময়। সুপেয় পানি পাওয়া অনেক দুরূহ ও কঠিন ব্যাপার। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সবাই যেনো সুপেয় পানি পায় সে বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন