দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতুতে চলতি মাসে প্রথমবারের মতো একসাথে বসতে যাচ্ছে তিনটি স্প্যান। এর মধ্যে আগামী দুই এক দিনের মধ্যে বসবে একটি স্প্যান। এ তিনটি স্প্যানের মধ্যে ২টি বসানো হবে স্থায়ীভাবে এবং একটি সাময়িকভাবে পিলারের ওপর তুলে রাখা হবে। এ স্প্যানগুলো বসানোর ফলে এখন থেকে জাজিরা প্রান্তের মতো মাওয়া প্রান্তেও একসাথে দেখা যাবে অনেকগুলো স্প্যান।
মাওয়ায় এখন একসাথে বসবে অনেকগুলো স্প্যান। সবশেষ ১৩ ও ১৪ নম্বর পিলারে স্প্যান বসানো হলেও এরপরের স্প্যানটি বসবে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর। এরপরে আগামী ১০ মে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর এবং ৩০ মে অস্থায়ীভাবে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর আরও দুটি স্প্যান বসানোর কথা রয়েছে।
জাজিরা পাড়ে যে নয়টি স্প্যান বসানো হয়েছে, সেগুলোতে স্ল্যাব বসানোর ক্ষেত্রে আগে নিচের অংশের কাজের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ আগে ওপরের অংশে রোড স্ল্যাব বসিয়ে ফেলা হলে পরে নিচের অংশের রেল-স্ল্যাব স্প্যানের ভিতরে প্রবেশ করানো যাবে না। পুরো সেতুতে প্রায় ৩ হাজার রেল স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ২৮৮টি।
এছাড়া ইয়ার্ডের ভিতরে রাখার জায়গা না থাকায় জাজিরায় ৩টি স্প্যান অস্থায়ীভাবে তুলে রাখা হবে। তবে এগুলো মূল পিলারের পরিবর্তে রাখা হবে অস্থায়ীভাবে নির্মিত একটি কাঠামোর ওপর।
বিডি প্রতিদিন/এনায়েত করিম