১৯ মে, ২০১৯ ১৮:২৬

'শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে'

অনলাইন ডেস্ক

'শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে'

ফাইল ছবি

শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা তার আরামকে হারাম করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতীয় ও  আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যা কিছু অর্জন সবকিছুই শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রবিবার (১৯ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমু। 

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক দূরদর্শিতায় রক্তপাত ছাড়া দেশকে সামরিক শাসনমুক্ত করেছেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আমরা জানি কোনো দেশে যদি সামরিক জান্তা ক্ষমতা দখল করে, সেই দেশে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে ক্ষমতা নেওয়া যায় না। শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের কারণেই সামরিক জান্তা স্বৈরশাসকের হাত থেকে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর