২৬ মে, ২০১৯ ১৮:৩৫

রাজাকারদের তালিকা প্রকাশের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজাকারদের তালিকা প্রকাশের সুপারিশ

মুক্তিযুদ্ধ চলাকালীন বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা থানা/মহাকুমা/জেলা প্রশাসন থেকে যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রকাশের জন্য স্থানীয় সরকার প্রশাসনের প্রতিটি ইউনিট থেকে একটি তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের জানান, কমিটির পক্ষ থেকে রাজাকারদের একটি তালিকা তৈরির ও প্রকাশের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেয়া হয়েছে। আগামী ২৮ মে কমিটির সদস্যরা কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে যাবেন। 

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, মুক্তিযুদ্ধের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর