২৫ জুন, ২০১৯ ২১:৫০

অবিতরণকৃত এনআইডি ৩০ জুনের মধ্যে বিতরণের নির্দেশ

অনলাইন ডেস্ক

অবিতরণকৃত এনআইডি ৩০ জুনের মধ্যে বিতরণের নির্দেশ

ফাইল ছবি

অবিতরণকৃত এনআইডি আগামী ৩০ জুনের মধ্যে সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, ২০১৩ সালের পর থেকে ভোটার হয়েছেন, এমন প্রায় দেড় কোটি নাগরিক স্মার্টকার্ড বা উন্নতমানের এনআইডি না পাওয়ায় তাদের লেমিনেটিং করা এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু কিছু ত্রুটির কারণে সে কাজ এখনো সম্পন্ন করা হয়নি। মাঠ পর্যায়ে জেলা, উপজেলা নির্বাচন কার্যালয়ে এখনো হাজার হাজার কার্ড অবিতরণকৃত অবস্থায় রয়েছে। ফলে অনেকে ভোগান্তির মধ্যেও রয়েছেন।

ইসি কর্মকর্তারা বলছেন, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার কমিশন দ্রুত বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে যত কার্ড নির্বাচন কার্যালয়ে পড়ে আছে, সেগুলো আগামী ৩০ জুনের মধ্যেই বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর