দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ করার কাজ চলছে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বজ্রপাতে প্রতিদিনই অনেক মানুষ প্রাণ হারাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাণহানি ঠেকাতে বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কয়েকটি কোম্পানির সাথে আলোচনাও করেছি। ওয়ার্কশপও আরম্ভ করেছি। এছাড়াও বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার