গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যার পানি কমে গেছে কিন্তু সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে না। তেমন দেখা যাচ্ছে না ত্রাণ তৎপরতা কার্যক্রম।
শুক্রবার দিনব্যাপী বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কয়েকটি স্থানে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বন্যায় মানুষের দুর্ভোগ বাড়লেও সেদিকে নজর নেই সরকারের। এর সাথে মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি করুন। পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম জোরদার করুন।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু, বগুড়ার গণসংহতি আন্দোলনের নেতা আব্দুর রশীদ, আমিনা ছনেট, ছাত্রনেতা তানভীর আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন