ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দ্বিতীয়বারের মতো অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১ আগস্ট, বৃহস্পতিবার ঢামেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওয়াসিম (৩২) নামে এক রোগীকে এই আধুনিক চিকিৎসা দেওয়া হয়।
হেমাটোলজি বিভাগের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের অধ্যাপক এম এ খানের নেতৃত্বে একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ জুবায়ের ও অধ্যাপক ডা. মাফরুহা আক্তার রুমানা উপস্থিতিতে বিএমটি সফলভাবে সম্পন্ন হয়।
এ ব্যাপারে অধ্যাপক ডা. মাফরুহা আক্তার রুমানা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত দুই দফায় ওয়াসিমের শরীরে তার আপন বড় ভাইয়ের কাছ থেকে সংগৃহীত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে করা হয়। বর্তমানে রোগী ও ডোনার উভয়েই ভালো আছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই প্রথম অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করা হয় রাজবাড়ী জেলার নার্গিসের শরীরে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ২০১৪ সালের মার্চ থেকে শুরু করে এই পর্যন্ত ৪৩ জন রোগীর শরীরে সফলভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল