বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করে আরো এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা দেখিয়ে দিচ্ছি বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে রাখা যাবে না। জাতির জনকের স্বপ্নকে লালন করে তা বাস্তবায়ন করছে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।
রবিবার দুপুরে নীলফামারীর উত্তরা ইপিজেডে ‘দেশ বন্ধু টেক্সটাইল মিল লিমিটেড’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’র (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম, রংপুর বিভাগীয় কর কমিশনার আহসানুল হক, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধূরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ও দেশবন্ধুর পরিচালক কিশোর কুমার।
টিপু মুনশি বলেন, উত্তরাঞ্চল এখন আর পিছিয়ে নেই। সরকার শিল্পায়নের প্রসার ঘটিয়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, এগুলো বাস্তবায়ন হলে বেকার সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিকভাবে সক্ষমতা বাড়বে।
উত্তরা ইপিজেডে দেশবন্ধু বিনিয়োগ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে এখানকার অর্থনীতি সমৃদ্ধ হবে এবং পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি বলেন, আরো কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগের অপেক্ষায়, এগুলো উৎপাদন শুরু করলে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনৈতিক মুক্তি ঘটার পাশাপাশি দারিদ্র্যতা লাঘব হবে।
বেপজা নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম জানান, উত্তরা ইপিজেডে ১৮টি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে এবং আরো ৯টি প্রতিষ্ঠান বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। বিনিয়োগ হয়েছে ১৬১৬ কোটি টাকা। তিনি বলেন, এখানে ৩৪ হাজার শ্রমিক কাজ করছেন। প্রতি বছর তাদের ৫৮৭ কোটি টাকা বেতন দেয়া হচ্ছে। আগামীতে উত্তরা ইপিজেড আরো সমৃদ্ধ হবে বলেও মনে করেন তিনি।
এর আগে মন্ত্রী ফলক উম্মোচন এবং ফিতা কেটে দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা ইপিজেড এর জেনারেল ম্যানেজার মোস্তাফি বুলু, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব