রোহিঙ্গারা দ্রুত তাদের নিজ দেশে মিয়ানমারে ফিরে যাবে আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে কোথায় থাকবে এটি বাংলাদেশের দেখার বিষয় নয়।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে '২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে দেখা গেছে রোহিঙ্গাদের ঘরবাড়ির জায়গায় সামরিক স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোহিঙ্গারা ফিরে কোথায় থাকবে সেটা মিয়ানমারের বিষয়।
তবে বাংলাদেশ যে জোর করে পাঠাতে চায় না সেটাও জানিয়ে দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান মিয়ানমারের হাতে।
বিডি-প্রতিদিন/মাহবুব