আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ২৭ বছর পর ছাত্রদলের এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্রদলের নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন ধর্মবিষয়ক সহ-সম্পাদক আমান উল্ল্যাহ। আবেদনের প্রেক্ষিতে একই দিনে আগামী শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনের ওপর এ আদেশ দেয় ঢাকা জেলা জজ কোর্টের ৬ নম্বর আদালত। আদালতের স্থগিতাদেশে বিএনপিকে নির্বাচনের ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত