Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ২০:১৩

ছাত্রলীগকে এক ব্যানারে দাঁড় করাতে চাই: লেখক ভট্টাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্রলীগকে এক ব্যানারে দাঁড় করাতে চাই: লেখক ভট্টাচার্য

ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘অতীত ইতিহাস ও ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে আমরা ছাত্রলীগকে একটি ব্যানারের নিচে দাঁড় করাতে চাই। ছাত্রলীগ একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ।’

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে, তা যেন এই কমিটির বিরুদ্ধে না আসার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

পদবঞ্চিত নেতাদের ব্যাপারে লেখক ভট্টাচার্য বলেন, ‘নেতৃত্বের ওপর তাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু সংগঠনের ওপর কোনো ক্ষোভ নেই। আমাদের কমিটি হওয়ার পর তারা আনন্দ মিছিল করেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সমর্থন জানিয়েছেন। এ সমর্থনকে সামনে রেখে আমাদের পক্ষ থেকে তাদের জন্য সমর্থন সবসময় আছে। পদবঞ্চিতদের নিয়ে সৃষ্ট সমস্যার অচিরেই সমাধানের আশ্বাস দেন তিনি। এ ব্যাপারে সিনিয়রদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান লেখক ভট্টাচার্য । 

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য