জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস ‘বিজয়’ পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
লেবানন থেকে বাবু সাহা জানান, চার দিনের লেবানন সফররত রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৈরুত বন্দরে নোঙর করা বিশ্বের প্রথম মেরিটাইম টাস্কফোর্সে নিয়োজিত বাংলাদেশি যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন। জাহাজে পৌঁছলে সহকারী নৌপ্রধানকে স্বাগত জানান বানৌজা বিজয়ের অধিনায়ক ও ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন এম জয়নাল আবেদিন।
লেবাননে অবস্থানকালে সহকারী নৌপ্রধানের নেতৃত্বে নৌবাহিনীর প্রতিনিধি দলটি দেশটির সামরিক-বেসামরিক এবং জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম