রেল লাইনের ত্রুটির কারণেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছেন রেল সচিব মোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার বিকালে রেল ভবনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুর দুইটা পনেরো মিনিটে যখন ট্রেন উল্লাপাড়ায় ঢুকে তখন ইঞ্জিলসহ সামনের পাঁচ বা ছয়টি কোচ লাইনচ্যুত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাইনচ্যুত হতে পারে। যার কারণে ইঞ্জিন এবং সামনের একটি কোচে কিছুটা অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত