উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেনের শিডিউল এখনও ঠিক হয়নি। আজও বেশিরভাগ ট্রেনই কমলাপুর রেলস্টেশন থেকে দেরিতে ছাড়ছে।
সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার দু’দিন পর শনিবার সকালে একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এছাড়া গতরাত ১২টা ৪০ মিনিটের বেনাপোল এক্সপ্রেস এখনো স্টেশনে পৌঁছায়নি। এতে প্লাটফর্মে যাত্রীদের অপেক্ষা বাড়ছে।
তবে শুক্রবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের মেরামত শেষ হওয়ার পর ট্রেনের চাকায় কিছুটা গতি এসেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ