প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পিয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার বাসায় আজ (শনিবার) দুপুরে সমস্ত রান্না হয়েছে পিয়াজ ছাড়া।
শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে যাত্রার সময় উপস্থিত সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, প্লেনে পিয়াজ আনতেছি। সেটাও বলে গেলাম।
সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আগামী ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম অ্যারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন